©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক ♦
যেসব যাত্রীর ফ্লাইট বাতিল করা হয়েছে তাদের অর্থ ফেরত দিলে কানাডার বিমান সংস্থাগুলোকে আর্থিকভাবে সহায়তা দেবে ফেডারেল সরকার।
রোববার এ ঘোষণা দিয়েছে কানাডা সরকার।
কানাডার পরিবহনমন্ত্রী মার্ক গার্নো বলেন, ফেডারেল সরকার বিমানসংস্থাগুলোর সহায়তার জন্য একটি প্যাকেজে কাজ করছে।
আমরা আর্থিক সহায়তা সম্পর্কিত বড় বিমান সংস্থাগুরোর সাথে একটি প্রক্রিয়া স্থাপন করতে প্রস্তুত যা কানাডিয়ানদের জন্য গুরুত্বপূর্ণ।
আমরা এই সপ্তাহে তাদের সাথে আলোচনা শুরু করার প্রত্যাশা করছি।
উল্লেখ্য, করোনা মহামারীর শুরুর সময় গত মার্চ মাস থেকেই কানাডার বাণিজ্যিক বিমান সংস্থাগুলো মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। যাতায়াত বিধিনিষেধের মিশ্রণ এবং অসুস্থতা ধরা পড়ার ভয়ের কারণে যাত্রীদের স্তর ৯০% হ্রাস পেয়েছে, যা এই শিল্পে নিয়োজিত শতশত পাইলট এবং টেকনিশিয়ানদের চাকরির ক্ষেত্রে আঘাত হেনেছে।