চুয়াডাঙ্গা জেলা পরিষদে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
©ক্রাইম টিভি ডেস্ক♦চুয়াডাঙ্গা থেকে মোঃ রবিউল ইসলাম♦

চুয়াডাঙ্গা জেলা পরিষদ কর্তৃক আয়োজিত মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন “শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান” সোমবার ২ নভেম্বর বেলা ১১ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম মহোদয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম সরকার, সভাপতিত্ব করেন জনাব শেখ সামছুল আবেদিন, চেয়ারম্যান জেলা পরিষদ চুয়াডাঙ্গা। উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন।