©ক্রাইম টিভি লাইফস্টাইল ডেস্ক♦
কানাডা যখন হ্যালোইন উৎসবে ব্যস্ত ঠিক এমন সময়ে দেশটির কুইবেকে শহরে ছুরি হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) এ হামলা আহত হন অন্তত ৫ জন।
কুইবেকের পুলিশ বলছে, হামলাকারীকে ইতোমধ্যে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। হামলার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে প্রশাসন।