©ক্রাইম টিভি অনলাইন ডেস্ক♦
ভারতের ভিসতারা এয়ারলাইন্স দিল্লি-ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট শুরু করছে ৫ নভেম্বর বৃহস্পতিবার।
এখন ভিসতারা এই রুটে সপ্তাহে দুইদিন বৃহস্পতিবার ও রোববার ফ্লাইট পরিচালনা করবে।
ভিসতারা এয়ারলাইন্স টাটা গ্রুপ ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ মালিকানায় পরিচালিত।
দিল্লি থেকে ভিসতারা’র যাত্রার সময় সকাল সাড়ে ৬টা এবং ঢাকা থেকে সকাল ১০টা ২০ মিনিট।
ঢাকা-দিল্লি-ঢাকা ফিরতি রিটার্ন ফ্লাইটে ইকোনমিক্লাসে ভাড়া সব ট্যাক্সসহ ২৪ হাজার ৯৯ টাকা, প্রিমিয়াম ইকোনমি ২৮ হাজার ৭৬৮ টাকা এবং বিজনেস ক্লাস ৩৮ হাজার টাকা।