©ক্রাইম টিভি অনলাইন ডেস্ক♦
মহামারি করোনার প্রভাবে ২০২১ সালে বিশ্বব্যাপী রেমিট্যান্স প্রবাহ কমবে ১৪ শতাংশ।
অর্থাৎ চলতি বছরের তুলনায় আগামী বছর আরও বিপদে পড়বেন অভিবাসীরা।
২০১৯ সালের সঙ্গে তুলনা করে এই হিসাব করা হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
ব্যাংকটির মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ক সবশেষ পূর্বাভাসে এই আশঙ্কার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার এই রিপোর্ট প্রকাশ করেছে বিশ্বব্যাংক।
ওই পূর্বাভাসে বলা হয়েছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে চলতি বছর (২০২০ সাল) রেমিট্যান্স প্রবাহ ৭ শতাংশ কমে ৫০৮ বিলিয়ম ডলারে দাঁড়াবে আর এই প্রবাহ আগামী বছর (২০২১ সাল) আরও দশমিক ৫ শতাংশ কমবে।
অর্থাৎ ২০২১ সালে বিশ্বব্যাপী রেমিট্যান্স প্রবাহ সাড়ে ৭ শতাংশ কমে নেমে আসবে ৪৭০ বিলিয়ন ডলারে।