©ক্রাইম টিভি অনলাইন ডেস্ক♦
সীমান্তে চলছে তুমুল লড়াই। দেশজুড়ে উত্তেজনা।
এর মধ্যেই যেন আশার প্রদীপ হয়ে দেখা দিয়েছেন এক নারী। প্রধানমন্ত্রীর স্ত্রী রওয়ানা দিয়েছেন যুদ্ধের ময়দানে।
না, এটা কোনও কল্পকাহিনী নয়। বাস্তবেই ঘটেছে এ ঘটনা।
আজারবাইজানের বিপক্ষে যুদ্ধ করতে যাচ্ছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের স্ত্রী অ্যানা হাকোবিয়ান।
সম্প্রতি অ্যানা নিজেই ফেসবুকের এক স্ট্যাটাসে জানিয়েছেন, আপাতত একটি সেনাঘাঁটিতে ১২ জন নারী সৈনিকের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।
কয়েকদিনের মধ্যেই সীমান্তে সম্মুখ লড়াইয়ের উদ্দেশ্যে রওয়ানা দেবেন তারা।