©ক্রাইম টিভি অনলাইন ডেস্ক♦
করোনা সংকটকালে সব দেশের জন্য একটি সাধারণ (একই) ভ্রমণনীতি না থাকায় কয়েক ট্রিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়বে বিশ্ব অর্থনীতি।
সোমবার মার্কিন সংবাদ সংস্থা সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন দুবাই এয়ারপোর্টের প্রধান নির্বাহী পল গ্রিফিথস।
তিনি বলেন, আমরা এখনও করোনা পরীক্ষার একটি সর্বজনীন পদ্ধতির পছন্দ করার বিষয়ে একমত হতে পারিনি।
অথচ সঠিক একটি ‘একক’ সুরক্ষা পদ্ধতিতে আসা উচিত; যা বর্তমানে দরকার হচ্ছে।
এরপর দেখা যাচ্ছে দেশভিত্তিক সুরক্ষা নিশ্চিতে নেয়া পদক্ষেপগুলোর মধ্যে তেমন কোনও মিল নেই।
যারা আক্রান্ত তাদের কোয়ারেন্টাইন সময়কাল বা যারা আক্রান্ত হননি ভ্রমণকালে তাদের শতভাগ সুরক্ষার বিষয়ে একক পদ্ধতি থাকা দরকার।