©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক ♦
সার্বিয়া থেকে প্যারাগুয়েতে পাঠানো একটি কনটেইনার খুলে পাওয়া গেল সাত অভিবাসনপ্রত্যাশীর কঙ্কাল।
কনটেইনারটি গত ২১ জুলাই জাহাজীকরণ করা হয়। তিন মাস পর অক্টোবরে এটি প্যারাগুয়েতে একটি সার কারখানায় এটি পৌঁছার পর এর ভেতর থেকে সাতজনের চুল ও কঙ্কাল উদ্ধার করা হয়।
সার্বিয়া থেকে কনটেইনারটি ক্রোয়েশিয়া হয়ে প্যারাগুয়ে আসার পথে অভিবাসনপ্রত্যাশীরা মিসর, স্পেন অথবা আর্জেন্টিনায় নেমে যাওয়ার পরিকল্পনা ছিল।
তাদের যে পরিমাণ শুকনো খাবার ও পানি দিয়ে কনটেইনারে ঢুকানো হয়েছিল, তা ৭২ ঘণ্টায়ই শেষ হয়ে যায় বলে ধারণা পুলিশের। এ ব্যাপারে তদন্ত চলছে।