মেক্সিকো উত্তর আমেরিকার দেশ ।
জিডিপির বিচারে মেক্সিকো বিশ্বে একাদশতম স্থানে আছে। আন্তর্জাতিক অর্থ তহবিলের হিসাবে মাথাপিছু জিডিপির বিচারে লাতিন আমেরিকার বৃহত্তম রাষ্ট্র এটি।
©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক ♦
উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। উত্তর সীমান্তে যুক্তরাষ্ট্র, দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ-পূর্বে গুয়াতেমালা ও ক্যারিবিয়ান সাগর এবং পূর্বে মেক্সিকো উপসাগর। আয়তনের বিশ্বের চতুর্দশ বৃহত্তম ও একাদশ জনবহুল রাষ্ট্র।
ইউরোপীয়দের আগমনের আগেই ওলমেক, তোলতেক, তেওতিউয়াকান, মায়া ও আজটেক সভ্যতার মতো একাধিক উন্নত সভ্যতা বিকাশ লাভ করে মেক্সিকোতে। ১৫২১ সালে ‘নিউ স্পেন’ প্রতিষ্ঠা করে স্পেন। এই দেশটিই পরে মেক্সিকো উপনিবেশে পরিণত হয়।
১৮২১ সালে এক স্বাধীনতাযুদ্ধের মাধ্যমে মেক্সিকো স্বাধীনতা অর্জন করে। দেশটির স্বাধীনতা-উত্তর পর্যায়ে ছিল অর্থনৈতিক অস্থিরতা। ঘটে অঞ্চল হস্তচ্যুত হওয়া, গৃহযুদ্ধ, বৈদেশিক হস্তক্ষেপের ঘটনা।
সর্বশেষ একনায়কতান্ত্রিক শাসন শেষে ১৯১০ সালে সংঘটিত হয় মেক্সিকান বিপ্লব।
জিডিপির বিচারে মেক্সিকো বিশ্বে একাদশতম স্থানে আছে। আন্তর্জাতিক অর্থ তহবিলের হিসাবে মাথাপিছু জিডিপির বিচারে লাতিন আমেরিকার বৃহত্তম রাষ্ট্র এটি।
বর্তমান বিশ্বের এক উত্থানশীল শক্তি হওয়া সত্ত্বেও অসম আয়বণ্টন ও সহিংসতার ঘটনা দেশের অন্যতম প্রধান সমস্যা বলে বিবেচিত হয়।
এক নজরে
পুরো নাম : ইউনাইটেড মেক্সিকান স্টেটস।
রাজধানী ও সবচেয়ে বড় শহর : মেক্সিকো সিটি।
ধর্ম : ৮৩ শতাংশ রোমান ক্যাথলিক, ১০ শতাংশ অন্যান্য খ্রিস্টান, .২ শতাংশ অন্যান্য ধর্ম, ৫ শতাংশ ধর্মে বিশ্বাস নেই।
সরকার পদ্ধতি : ফেডারেল প্রেসিডেনশিয়াল কনস্টিটিউশনাল রিপাবলিক।
প্রেসিডেন্ট : এনরিক পেনা নিয়েতো।
আইনসভা : কংগ্রেস, উচ্চকক্ষ : সিনেট,
নিম্নকক্ষ : চেম্বার অব ডেপুটিস।
আয়তন : ১৯ লাখ ৭২ হাজার ৫৫০ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা : ১১ কোটি ৯৫ লাখ ৩০ হাজার ৭৫৩।
ঘনত্ব : প্রতি বর্গকিলোমিটারে ৬১ জন।
জিডিপি : মোট ২.৪০৬ ট্রিলিয়ন ডলার।
মাথাপিছু : ১৯ হাজার ৪৮০ ডলার।
মুদ্রা : পেসো।
জাতিসংঘে যোগদান : ৭ নভেম্বর ১৯৪৫।