Ultimate magazine theme for WordPress.

নতুন নিয়ম, হইচই করলে বিতর্কে মাইক্রোফোন নিঃশব্ধ থাকবে

0

©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক♦

নতুন নিয়ম করল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্ক সম্পর্কিত কমিশন। যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে দ্বিতীয় এবং শেষ প্রেসিডেনসিয়াল বিতর্কের প্রশ্নোত্তর পর্বে মাইক্রোফোন নিঃশব্দ (মিউট) করে রাখার নিয়ম করেছে কমিশন। খবর সিএনএন’র।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ডিবেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেনের কথা বলার সময় হইচই করেছেন তা দেখে এই নিয়ম আনা হয়েছে।

ডিবেট কমিশনের এক কর্মকর্তা গণমাধ্যমটিকে জানিয়েছেন, এই নিয়মের ব্যাপারে সব সদস্য সম্মতি দিয়েছেন।

ট্রাম্পের প্রচারণার সঙ্গে যুক্ত কর্মকর্তারা এতে আবার ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, কমিশন নিজেদের পছন্দের প্রার্থীকে সুযোগ করে দিতে এই নিয়ম বানিয়েছে।

তার পরও ট্রাম্পের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, জো বাইডেনের সঙ্গে বিতর্কে অংশ নিতে তিনি মুখিয়ে আছেন।

ডিবেট কমিশন জানিয়েছে, ডিবেটের ছয়টি অংশের প্রতিটির শুরুতে প্রত্যেক প্রার্থী প্রাথমিক প্রশ্নের উত্তর দিতে দুই মিনিট সময় পাবেন। এই সময়ে প্রতিপক্ষের মাইক্রোফোন মিউট অবস্থায় থাকবে।

দুই মিনিটের বক্তব্য শেষ হলে উভয়ের মাইক্রোফোন আবার আগের মতো ‘অন’ থাকবে। তারপর চলবে উন্মুক্ত আলোচনা।

কমিশন বলছে, এই সময়ে তারা প্রার্থীদের থেকে একে-অপরের জন্য সম্মান প্রত্যাশা করছে।

Leave A Reply

Your email address will not be published.

Translate »