Ultimate magazine theme for WordPress.

ফের বিয়ে করলেন রেসলার জন সিনা

0

©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক♦

প্রায় ৮ বছর পর আবারও বিয়ে করলেন সময়ের জনপ্রিয় রেসলিং তারকা জন সিনা।

গত ১২ অক্টোবর ফ্লোরিডার টাম্পায় অনাড়ম্বর পরিবেশে বেশ গোপনীয়তায় সেই প্রেমকে লিখিত বন্ধনে রূপ দিলেন সিনা।

চলতি মাসের শুরুতেই গোপনে বাগদান সারেন জন সিনা ও শায় শারিয়াতজাদেহ।

৩১ বছরের শেয়ের জন্ম ইরানে হলেও বর্তমানে তিনি কানাডার নাগরিক। বর্তমানে কানাডার এক টেক কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজার পদে কর্মরত তিনি।

এটি জন সিনার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৯ সালের জুলাইয়ে এলিজাবেথ হুবারদেউকে বিয়ে করেছিলেন জন সিনা।

২০১২ সালের মে মাসে সে সম্পর্ক ভেঙে যায়। গত ৮ বছর ধরে সঙ্গীহীন জীবন যাপন করে আসছিলেন জন সিনা।

কিন্তু পরে গত বছরের শুরু থেকে শারিয়াত সাজদেহর সঙ্গে সম্পর্কে জড়ান জন সিনা। আনুষ্ঠানিকভাবে বিয়ের বিষয়ে এখনও গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি সিনা।

তথ্যসূত্র: হলিউডলাইফ

Leave A Reply

Your email address will not be published.

Translate »