©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক♦
মহাবিশ্ব নিয়ে রহস্যের শেষ নাই।
প্রতিনিয়ত আবিষ্কার হচ্ছে নিত্য নতুন গ্রহনক্ষত্র।
এবার জ্যোতির্বিজ্ঞানীরা সন্ধান পেয়েছেন নতুন নক্ষত্রের। এই নক্ষত্রের নাম দেওয়া হয়েছে অ্যাপেপ স্টার।
এর আকার সূর্যের চেয়ে ১০ থেকে ১৫ গুণ বড় আর প্রায় এক লাখ গুণ উজ্জ্বলতা।
বিরল গঠনের নতুন আবিষ্কার হওয়া তারাটিও অতি উজ্জ্বল ও উষ্ণ।
এর গঠন অনন্য।
চিলিতে বসানো ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির টেলিস্কোপের মাধ্যমে এটি সনাক্ত হয়।
পৃথিবী থেকে প্রায় আট হাজার আলোকবর্ষ দূরে এর অবস্থান।
ষাটের দশকের শেষ দিকে চার্লস ওলফ্ এবং জর্জ রায়েটের আবিষ্কার করা তারাগুলো অতি উজ্জ্বল ও উষ্ণ।