©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক♦
ব্রাজিলের বিপক্ষে বুধবার অনুষ্ঠিতব্য বিশ্বাকাপ বাছাইপর্বের ম্যাচের আগে পেরুর শিবিরে হানা দিয়েছে করোনাভাইরাস। দলের দুই খেলোয়াড় রাওল রুইডিয়াজ ও অ্যালেক্স ভালেরার দেহে কোভিড-১৯ সনাক্ত হয়েছে হয়েছে বলে পেরুভিয়ান ফুটবল ফেডারেশন (এফপিএফ) নিশ্চিত করেছে।
এই দুই জন সোমবার লিমার ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ট্রেনিং সেশনে যোগ দিতে পারেনি। এই মাঠেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে পেরু। এফপিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘খেলোয়াড়দের মধ্যে গুরুতর কোনো উপসর্গ দেখা যায়নি। এ কারণে সকলেই স্বস্তিতে আছে। ইতোমধ্যেই তাদেরকে পুরো স্কোয়াড থেকে আলাদা করে আইসোলেশনে পাঠানো হয়েছে।’
গত সপ্তাহে প্যারাগুয়ের সাথে ২-২ গোলে ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপ বাছাইপর্ব মিশন শুরু করেছে পেরু। অন্যদিতে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে। বিশ্বকাপ বাছাইপর্বের অন্যান্য কনফেডারেশনের ম্যাচগুলো করোনা মহামারীর কারণে আগামী বছরের মার্চ পর্যন্ত স্থগিত করা হলেও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) ম্যাচ চালিয়ে যাবার ব্যপারে সিদ্ধান্ত নিয়েছে।