©ক্রাইম টিভি বাংলা ডেস্ক♦
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রীকে নানার বাড়ি যাওয়ার পথে রাস্তা থেকে তুলে নিয়ে তিন দিন আটকে রেখে ধর্ষণ করেছে লিমন নামে এক বখাটে যুবক।
জানা যায়, উপজেলার যশরা ইউনিয়নের ওই কিশোরী স্থানীয় দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। সে বৃহস্পতিবার একই ইউনিয়নে নানার বাড়ি বেড়াতে যাচ্ছিল। এ সময় প্রতিবেশী শহিদের ছেলে লিমন তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা আবদুল জব্বার বাদী হয়ে গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
অপহৃত ছাত্রী জানায়, প্রতিবেশী বখুরা গ্রামের লিমন মাদ্রাসায় আসা-যাওয়ার পথে প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। বৃহস্পতিবার নানার বাড়ি যাওয়ার পথে বখাটে লিমন ভয় দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে গাজীপুর নিয়ে যায়। সেখানে একটি বাসায় তিন দিন আটকে রেখে তাকে ধর্ষণ করে।
গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার জানান, থানায় অভিযোগ দায়েরের পর লিমন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করেছে সাদেক হোসেন (২০) নামে এক লম্পট। এতে ওই কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার জানান, থানায় মামলা দায়ের পর পুলিশ সাদেক হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।