Ultimate magazine theme for WordPress.

নামিবিয়ায় ধর্ষণবিরোধী বিক্ষোভ, সংঘর্ষ-আটক

0

©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক♦

নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে নামিবিয়ার মানুষ। বিক্ষোভে হামলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

জানা যায়, আফ্রিকায় সর্বাধিক ধর্ষণের ঘটনা নথিভুক্ত হওয়া দেশটির মধ্যে একটি নামিবিয়া। শুধু রাজধানী উইন্ডহোলেই প্রতি মাসে দু’শর অধিক নারী সহিংসতার অভিযোগ পাওয়া যায়।

এমন পরিস্থিতিতে শনিবার রাজধানী শহরে রাস্তায় নেমে আসে বিপুলসংখ্যক মানুষ। প্রধানতম একটি শপিং মলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কয়েক শত নারী, যাদের অধিকাংশই তরুণী বলে জানা গেছে।

বিক্ষোভে পুলিশ বাধা দিলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিক্ষোভের ডাক দেয়া হয়। নারী সহিংসতা রোধে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রেসিডেন্ট হাগ গেইঙগোবের কাছে দাবি জানায় বিক্ষোভকারীরা।

বিক্ষোভ থেকে কয়েক ডজন ব্যক্তিকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, আটককৃতরা পুলিশি নিপীড়নের শিকার হয়েছেন।

এদিকে দেশটির ফার্স্ট লেডি মনিকা কালোন্দো বিক্ষোভে সমর্থন জানিয়েছেন। উইন্ডহোল ছাড়াও অন্য শহরগুলোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য নামিবিয়ান টুইট বার্তায় বিক্ষোভের ভিডিও প্রকাশ করেছে।

সূত্র : দেশ রূপান্তর

Leave A Reply

Your email address will not be published.

Translate »