©ক্রাইম টিভি বাংলা ডেস্ক ♦
আগামী ২৪ অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্যের ম্যানচেস্টার রুটে ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান।
বুধবার (৭ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনা পরিস্থিতিতে ঢাকা থেকে ম্যানচেস্টারে ফ্লাইট বাতিলের সময়সীমা ২৪ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।
পরিস্থিতির উন্নতি সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
মহামারি করোনার কারণে গত ১৫ মার্চ থেকে ম্যানচেস্টার রুটে ফ্লাইট বন্ধ রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের।
নিষেধাজ্ঞা ওঠা সাপেক্ষে অন্য কয়েকটি রুটে ফ্লাইট চালু করেছে বিমান।