ক্রাইম টিভি বাংলা ডেস্ক ♦
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে আবদুল গণি (৪০) নামে কুমিল্লার এক প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত গণি জেলার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের কাছারিবাঘ গ্রামের মতি মিয়ার ছেলে।
তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে সেখানকার প্রবাসী ব্যবসায়ী গণি নিহত হয়েছেন। ওই দিন সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাত দল গণির দোকানে প্রবেশ করতে চাইলে কর্মচারীরা বাধা দেয়।
বাধা দেয়ার একপর্যায়ে সন্ত্রাসীরা দোকানের মালিক গণিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই গণি নিহত হন।
স্থানীয়রা জানান, প্রবাসী আবদুল গণি বেশ কয়েক বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছেন। চলতি বছরের শুরুতে তার দেশে আসার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে আর আসতে পারেননি তিনি।
কিছুদিন আগে গণি তার পরিবারকে জানিয়েছিলেন করোনার প্রকোপ আরও কমলে তিনি দেশে আসবেন। কিন্তু দেশে আসার আগেই ঘাতকদের গুলিতে লাশ হতে হল তাকে।