আমাজন নিয়ে বাইডেনের পরিকল্পনায় ক্ষুব্ধ ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।
©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক♦
যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে দিয়ে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন মঙ্গলবারের প্রথম বিতর্কে আমাজন বনাঞ্চলের সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগের যে আহ্বান এবং পরিকল্পনা জানিয়েছেন তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।
মঙ্গলবারের বিতর্কে বাইডেন বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার প্রশাসন আবার প্যারিস জলবায়ু চুক্তিতে যোগ দেবে। সেইসঙ্গে সম্পদশালী দেশগুলোকে সঙ্গে নিয়ে জলবায়ু পরিবর্তন রোধে বৃহত্তর লড়াইয়ের অংশ হিসাবে ব্রাজিলের আমাজন বাদাবনের সুরক্ষায় কাজ করবে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আমাজনের বন উজাড় ঠেকাতে বাইডেন ব্রাজিলকে ২ হাজার কোটি ডলারের তহবিল দেওয়ার বৈশ্বিক প্রচেষ্টা চালানোরও আহ্বান জানান। অন্যথায়, অনির্দিষ্টকালের জন্য গুরুতর অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করে দেন তিনি।
এরপরই বুধবার ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ফেইসবুকে লেখেন, যুক্তরাষ্ট্রে মঙ্গলবার নির্বাচনী বিতর্কের রাতে বাইডেনের এই মন্তব্যকে তিনি (বোলসোনারো) ব্রাজিলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি হিসাবেই দেখছেন। তহবিল নেওয়ার প্রস্তাব মানতে রাজি না হলে ব্রাজিল এই নিষেধাজ্ঞায় পড়তে পারে।
পর্তুগীজ এবং ইংরেজিতে বোলসোনারো লেখেন, কোনও ধরনের ‘ঘুষ’ কিংবা ‘কাপুরুষোচিত হুমকি’ তিনি মেনে নেবেন না।
আমাজনে বন উজাড় রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বোলসোনারো। সেইসঙ্গে আমাজন নিয়ে বিদেশিদের আগ্রহকে তিনি যে অর্থনৈতিক উদ্দেশ্রপ্রণোদিত বলেই মনে করেন সেকথা আবারও স্মরণ করিয়ে দিয়েছেন। এটি ব্রাজিলের সার্বভৌমত্ব ক্ষুন্ন করার প্রচেষ্টা বলেও বোলসোনারো উল্লেখ করেন।
তিনি বলেন, “আমাজন নিয়ে কিছু দেশের লোভের বিষয়টি কারও অজানা নয়। আর নিজ দেশের প্রেসিডেন্ট পদের জন্য লড়তে নামা কারও সেই লোভের বহিঃপ্রকাশ ঘটানোটা দুইটি সার্বভৌম দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং ফলপ্রসূ সহাবস্থানকে অবমাননা করারই সুস্পষ্ট লক্ষণ।”
যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবিলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়ছেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। বোলসোনারো খোলাখুলিভাবেই ট্রাম্পের গুনগান গাইছেন এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গেই ব্রাজিলের সখ্য গড়ার চেষ্টায় আছেন।