©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক ♦
সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ ও খাগড়াছড়িতে প্রতিবন্ধী আদিবাসী নারীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পুরান ঢাকার জজ কোর্ট এলাকা থেকে শুরু করে তাঁতী বাজার মোড়ে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক এমএ গাফফার, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নাহিদুল ইসলাম নাহিদ, লালবাগ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন স্বপন, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রোকনুজ্জামান রোকনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।