©ক্রাইম টিভি বাংলা ডেস্ক ∴
সংগীত পরিচালক শওকত আলী ইমন স্ত্রী নির্যাতনের মামলায় আবার গ্রেফতার হয়েছেন। কয়েক বছর আগে একবার তাকে গ্রেফতার করা হয়েছিল। গতকাল শুক্রবার তাকে তৃতীয় স্ত্রী হৃদিতা রেজার করা মামলায় গ্রেফতার করা হয়।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রমনা জোনের সহকারী কমিশনার এসএম শামীম দৈনিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর রমনা এলাকার বাসা থেকে তাকে গ্রেফতারের পর আজ শনিবার আদালতে নেওয়া হয়।
২০২০ সালের ফেব্রুয়ারিতে তৃতীয় বিয়ে করেন হৃদিতা রেজা নামের একজন উপস্থাপককে। তার আগে জিনাত কবির। ১৭ বছর বিজরী বরকতুল্লাহর সঙ্গে সংসার করার পর ২০১৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে।