©ক্রাইম টিভি বাংলা ডেস্ক ♦
সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন টিকিট প্রত্যাশীরা।
পরে, রাস্তা থেকে উঠে গেলেও, সরকারের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীরা।
এর আগে আজ মতিঝিলে অবস্থিত বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের টিকিট বিক্রয় কেন্দ্রে বিক্ষোভ করেছে সৌদি থেকে ছুটি এসে আটকে পড়া প্রবাসীরা।
আজ সোমবার দুপুর ১২টার দিকে অফিসের ভেতরে ঢুকে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের কর্মকর্তা কর্মচারীদের গালাগাল করেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সৌদিয়া এয়ারলাইন্সের ঢাকা থেকে ফ্লাইট বাতিল করার প্রতিবাদে তারা বিক্ষোভ করেন।
জানা গেছে, বেবিচক সৌদিয়া এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিলেও, সৌদি আরব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি।
এর পরিপ্রেক্ষিতে বেবিচক রবিবার (২০ সেপ্টেম্বর) সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করে।
কিন্তু সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট বাতিলের জন্য বিমানকে দুষছেন বিক্ষোভকারীরা।
দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন অনেক প্রবাসী। সেখানেও বিক্ষোভ করেন তারা।