©ক্রাইম টিভি বাংলা ডেস্ক ♦
ইউরোপের প্রচলিত গন্তব্যের বাইরের দেশগুলোতে বাংলাদেশী নাগরিকদের রাজনৈতিক আবেদন বাড়ছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় রাজনৈতিক আশ্রয় প্রার্থনার পরিসংখ্যান নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে রাষ্ট্রজোটটির পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট।
এতে দেখা যায়, প্রচলিত গন্তব্যের বাইরের দেশগুলোয় এখন বাংলাদেশীদের রাজনৈতিক আশ্রয় আবেদনের সংখ্যা বেড়েই চলেছে।
বিশেষ করে স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সাইপ্রাসের মতো দেশগুলোয় গত বছরও রাজনৈতিক আশ্রয় চেয়ে সবচেয়ে বেশিসংখ্যক আবেদন করেছেন বাংলাদেশীরাই।