©ক্রাইম টিভি বাংলা ডেস্ক ♦
বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনার জন্য এখনও অনুমতি দেয়নি সৌদি সরকার।
সৌদি কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে সে দেশের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল।
সেই অনুযায়ী প্রস্তুতি নিলেও এখনও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দেয়নি সৌদি আরব।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিমান কর্তৃপক্ষ।
বলা হয়, সৌদি আরব কর্তৃপক্ষ এখন পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি।
সৌদি সরকারের অনুমতি পাওয়ার পর বিমান ফ্লাইট পরিচালনা করবে।
সৌদি গমনেচ্ছু সব যাত্রীদের যাত্রার তারিখ, সময় ইত্যাদি যথাসময়ে অবহিত করা হবে।