- ©ক্রাইম টিভি বাংলা ডেস্ক ♦
- পাকিস্তানে বিকৃতকামী কিছু মানুষের লালসার শিকার হলেন ফ্রান্সের এক নারী। দুই সন্তানের সামনে ১৫ জনের বেশি দুষ্কৃতী তাকে গণধর্ষণ করল। শুধু তাই নয়, নির্যাতিতা এই বিষয়ে পুলিশের দ্বারস্থ হলে তাকেই ঘটনাটির জন্য দোষারোপ করা হয়। পরে পুলিশের এই কীর্তির কথা জানাজানি হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন লাহোরের বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যরা।
- রাস্তায় নেমে প্রতিবাদে সরব হন হাজারের বেশি নারীও।
- জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর রাতে দুই সন্তানকে নিয়ে গাড়ি চালিয়ে লাহোরের উপর দিয়ে গুজরানওয়ালা প্রদেশে যাচ্ছিলেন ফ্রান্সের ওই নারী। লাহোর হাইওয়ে দিয়ে যাওয়ার সময় আচমকা তার গাড়ির তেল ফুরিয়ে যায়। সঙ্গে সঙ্গে স্বামীকে ফোন করে নিজের বিপদের কথা জানান তিনি।