©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক
এবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পুলিশের গুলিতে নিহত হয়েছে ডিজন কিজি নামে ২৯ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি। পুলিশের ভাষ্য অনুযায়ী, ডিজনের কাছে একটি হ্যান্ডগান ছিল। এছাড়া তিনি এক পুলিশ সদস্যের মুখে আঘাতও করেন। খবর এএফপি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সোমবার বিকালে ডিজন কিজি তার বাইসাইকেলে চড়ে যাচ্ছিলেন। এ সময় লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের ডেপুটিরা তাকে থামতে বলেন। কিন্তু সাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা এক পর্যায়ে তাকে ধরে ফেলেন। কিন্তু এ সময় কিজি এক ডেপুটির মুখে আঘাত করেন। পাশাপাশি কিছু কাপড়-চোপড় ফেলে দেন, যেগুলো তিনি বহন করছিলেন। আর ওই কাপড়ের মধ্যেই ডেপুটিরা একটি কালো সেমি-অটোমেটিক হ্যান্ডগান দেখতে পান। ঠিক এ সময়েই একজন ডেপুটি কিজিকে গুলি করেন বলে জানান লেফটেন্যান্ট ব্র্যান্ডন ডিন। তবে কিজিকে যখন গুলি করা হয়, তখন তিনি কাপড়ের মধ্যে থাকা বন্দুক হাতে নেয়ার চেষ্টা করছিলেন কিনা তা জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট ডেপুটিদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এ বিষয়ে এক সাংবাদিক ব্র্যান্ডন ডিনকে জিজ্ঞেস করেন যে ঘটনার সময় কিজির বহনকৃত বন্দুকটি মাটিতে পড়ে ছিল। সেটি হাতে ছিল না। তাহলে কি কিজিকে নিরস্ত্র অবস্থাতেই গুলি করা হয়নি? জবাবে ডিন বলেন, আমি এ বিষয়ে ঠিক এখনো নিশ্চিত করে কিছু জানি না। তবে ওই ব্যক্তি হয়তো তার সেমি-অটোমেটিক বন্দুক হাতে নেয়ার চেষ্টা করছিলেন। আর ঠিক তখনই সম্ভবত তাকে গুলি করা হয়েছে।