Ultimate magazine theme for WordPress.

ভেনিজুয়েলায় শতাধিক বিরোধীদলীয় নেতাকে মুক্তি দিলেন মাদুরো

0
©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক:ভেনিজুয়েলায় জাতীয় সংসদ নির্বাচনের আগে বেশ কয়েকজন মার্কিন সমর্থিত সংসদ সদস্যসহ শতাধিক বিরোধীদলীয় রাজনৈতিককে মুক্তি দিয়েছে দেশটির সরকার। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশের বিদ্যমান রাজনৈতিক বিভাজন দূর করে জাতীয় সংহতি দৃঢ় করার পদক্ষেপ হিসেবে এ উদ্যোগ নিয়েছেন।খবর এএফপির।

তার এ পরিকল্পনা অংশ হিসেবে বিরোধী বন্দীদের মুক্তি দেয়া হচ্ছে। প্রেসিডেন্ট মাদুরো নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ল্যাটিন আমেরিকায় রাজনৈতিক ঐক্য ও সংহতি জোরদার করার জন্যই তিনি এ ব্যবস্থা নিয়েছেন।

যেসব বিরোধী বন্দিকে মুক্তি দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ, সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা এবং দেশের মধ্যে বিদ্বেষ ছড়ানোসহ নানা ধরনের অপরাধমূলক তৎপরতার অভিযোগ ছিল।

মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে বেশ কয়েকজন মার্কিন সমর্থিত সংসদ সদস্য রয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট মাদুরো তাদেরকে আইনের সুযোগ গ্রহণের সুবিধা দিয়েছেন।

বিষয়টিকে ভেনিজুয়েলায় প্রশংসার দৃষ্টিতে দেখা হচ্ছে তবে বিরোধীদের অনেকেই এখনও প্রেসিডেন্ট মাদুরোর সমালোচনায় মুখর।

Leave A Reply

Your email address will not be published.

Translate »