©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক:
ইতালির ইতিহাসে দীর্ঘকাল ধরে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলেন মিডিয়া টাইকুন সিলভিও বার্লুসকোনি। ইতালির শীর্ষ ধনী ৮৪ বছর বয়স্ক এই প্রাক্তন প্রধানমন্ত্রীর শরীরে বাসা বেধেছে কোভিট ১৯।
বুধবার ( ২ সেপ্টেম্বর) সংবাদটি নিশ্চিত করেছে এজিআই। বুধবার বিকেলে তার রাজনৈতিক দল ‘ফরজা ইতালি’ এর বরাত দিয়ে মিডিয়া তার কোভিড ১৯ পরিক্ষায় পজেটিভ বলে নিশ্চিত করে।
জানা গেছে, ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানের নিকটে আর্কোরের নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে তিনি এখন হতে সময় কাটাচ্ছেন।
সেই সঙ্গে আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর নির্ধারিত আঞ্চলিক ও প্রশাসনিক নির্বাচনে তাঁর দলের প্রার্থীদের সমর্থনে অন লাইনে প্রচার কাজ চালিয়ে যাওয়ার আশা করছেন বলে সংবাদ প্রতিবেদনে বলা হয়। করোনা আক্রান্ত হলেও মিডিয়ায় প্রতিদিন সাক্ষাতকার প্রদান চালিয়ে যাবেন বলেও জানা গেছে।