©ক্রাইম টিভি বাংলা /বগুড়া:
বগুড়ায় ধর্ষণের অভিযোগে প্রায় ৯ মাস পর থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় বগুড়া সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে অভিযুক্ত আহসান হাবিব আতিককে (৪০) গ্রেফতার করেছে।
বগুড়া সদর পুলিশ ও দায়ের করা মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী চলতি বছরের ৫ জানুয়ারি সকালে প্রাইভেট পড়তে যায়। এসময় পূর্বপরিচিত আতিক ছাত্রীকে কৌশলে প্রাইভেটকারে করে রেজলা শহরের একটি মোটেলে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনা জানাজানি হলে অভিযুক্ত আতিক বিয়ের প্রস্তাব দেয়। বিয়ে দিতে রাজি না হওয়ায় আতিক সেই ছাত্রীর পরিবারকে হুমকি দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার প্রায় ৯ মাস পর ১ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযুক্ত আতিককে গ্রেফতার করে।
বগুড়ার সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, থানায় ছাত্রীটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় একজন আসামি রয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে।