©ক্রাইম টিভি বাংলা রেসিপি ডেস্ক :
ফ্রাইড রাইস কার ভালো লাগে না? এমন মানুষ খুব কমই আছে! আর তার সাথে যদি থাকে চিংড়ি… ইয়াম ইয়াম… দারুণ হবে খেতে! আজকে একটা ইজি কিন্তু খুব সুস্বাদু ফ্রাইড রাইসের রেসিপি দিলাম- এগ অ্যান্ড প্রন ফ্রাইড রাইস। করে দেখতে পারেন। খুব মজা খেতে।