দক্ষিণ আমেরিকার দেশ পেরু সোনা উৎপাদনে ষষ্ট স্থানে
পেরু অতীতে দক্ষিণ আমেরিকার বিস্তৃত ইনকা সাম্রাজ্যের কেন্দ্র ছিল। ১৬শ শতকে স্পেনীয় বিজেতাদের হাতে ইনকা সাম্রাজ্যের পতন ঘটে। আন্দিজের স্বর্ণ ও রূপার খনির আকর্ষণে স্পেনীয়রা পেরুকে দক্ষিণ আমেরিকাতে তাদের সম্পদ ও শক্তির কেন্দ্রে পরিণত করে।
©ক্রাইম টিভি বাংলা ডেস্ক :
আজ আমরা দক্ষিণ আমেরিকার একটি দেশ সম্পর্কে কিছু মজার জিনিস জানবো। যার নাম পেরু। এই দেশটি অনেকেরই কাছে অজানা একটি দেশ। তো চলুন জেনে নেওয়া যাক পেরু সম্পর্কে কিছু অদ্ভুত এবং মজাদার তথ্য।
পেরুর ৮০% মানুষ শহরে থাকে। যার মধ্যে বেশির ভাগ মানুষ রাজধানী লিমাতে থাকে। এই দেশটির উত্তরে ইকুয়েডর ও কলোম্বিয়া, পূর্বে ব্রাজিল, দক্ষিণ-পূর্বে বলিভিয়া, দক্ষিণে চিলি এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর দ্বারা আবৃত। পেরু দেশটির আয়তন ১২ লক্ষ ৮৫ হাজার ২১৬ বর্গকিলোমিটার।
এই দেশের প্রধান ভাষা স্পেনিশ। এছাড়াও কিছু আঞ্চলিক ভাষা রয়েছে যেমন কচুয়া এবং আয়মারা। ল্যাটিন আমেরিকার দেশগুলির মধ্যে পেরুই সবচেয়ে আগে স্বাধীনতা লাভ করে। ১৮২১ সালে পেরু স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

এক নজরে পেরু:
রাষ্ট্রীয় নাম: রিপাবলিক অব পেরু।
রাজধানী: লিমা।
স্বাধীনতা ঘোষণা: ২৮ জুলাই, ১৮২১।
প্রধান ভাষা: স্পেনিশ।
মুদ্রা: সুল।
পার্লামেন্ট: কংগ্রেস অব দ্যা রিপাবলিক।
জনসংখ্যা: ৩ কোটি ২৯ লক্ষ ৩৩ হাজার ৮৩৫ জন।
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১৭%
জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গকিলোমিটারে ২৩ জন।
মাথাপিছু আয়: ৬,৫০০ মার্কিন ডলার।
প্রত্যাশিত গড় আয়ু: ৭৪.৯৮ বছর।
জাতিসংঘে যোগদান: ১৯৪৫ সালে।