©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক:
লকডাউনের কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর বুধবার থেকে দক্ষিণ আফ্রিকার সব সমুদ্র সৈকতসহ পর্যটন কেন্দ্রগুলো উম্মুক্ত করা হচ্ছে। শুধুমাত্র দেশীয় পর্যটকরা পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণ করতে পারবে।
এর মধ্যে সমস্ত থিম পার্ক এবং বিনোদন কেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে। সমস্ত আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলো স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব এবং অন্যান্য সুরক্ষা প্রটোকল মেনে পরিচালিত হবে।
মন্ত্রী জানিয়েছেন, খুলে দেয়া পর্যটন কেন্দ্রের মধ্যে রয়েছে থিম পার্ক, বিনোদন পার্ক,সমুদ্র সৈকত, পারিবারিক বিনোদন কেন্দ্র, চিড়িয়াখানা, একুরিয়াম, প্রকৃতি ও খেলার সংরক্ষণাগার, জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী সংরক্ষণ।
মন্ত্রী আরও জানান, আর্ন্তজাতিক ফ্লাইট চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো বিদেশি পর্যটক এই সুবিধার আওতায় আসবে না, শুধুমাত্র দেশীয় পর্যটকরা ভ্রমণ করতে পারবে।