Ultimate magazine theme for WordPress.

আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন পেলেন বাইডেন

0

©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে জোয়ে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে। মঙ্গলবার দলটির চলতি জাতীয় কনভেনশনে ভোটের মাধ্যমে তাকে এ পদে লড়াইয়ের জন্য মনোনয়ন দেয়া হয়। খবর সিনহুয়ার।

করোনাভাইরাস মহামারির কারণে অনলাইন নির্ভর এ সম্মেলনে সারা দেশ থেকে দলের প্রতিনিধিরা ভোট দিয়ে বাইডেনের প্রার্থিতা নিশ্চিত করেন।

আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়া পর জো বাইডেন বলেন, ধন্যবাদ, সবাইকে। দলটি আমার কাছে আমার পরিবার এবং পৃথিবীর মতো।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করবেন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন।

Leave A Reply

Your email address will not be published.

Translate »