ফ্লাইট চালুতে ৯২টি দেশের সঙ্গে কথা বলেছে তুরস্ক
পর্যাপ্ত নিরাপত্তা ও সর্বোচ্চ পরিচ্ছন্নতার মাধ্যমে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করেছে তুরস্ক।
ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক:
পুনরায় ফ্লাইট চালুতে ৯২টি দেশের সঙ্গে কথা বলেছে তুরস্ক। দেশটির পরিবহন ও অবকাঠামোবিষয়ক মন্ত্রী শুক্রবার এ তথ্য জানান। খবর আনাদোলু।
এক সংবাদ বিবৃতিতে তুরস্কের পরিবহন ও অবকাঠামোবিষয়ক মন্ত্রী আদিল কারাইসমাইলোগলু বলেন, ১৩ আগস্ট পর্যন্ত ৪৮টি দেশের সঙ্গে নির্ধারিত ও অনির্ধারিত ফ্লাইট পরিচালনা করেছে তুরস্ক। ৪৮টি দেশের মধ্যে রয়েছে আলবেনিয়া, আলজেরিয়া, অস্ট্রিয়া, বাংলাদেশ, বেলজিয়াম, কানাডা, চীন, ডেনমার্ক, মিসর, ফ্রান্স, ইতালি, কুয়েত, কাতার, রাশিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
গত ২০ জুন কাজাখস্তানের সঙ্গে ফ্লাইট চালু হলেও নতুন করে নভেল করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধিতে গত ৪ জুলাই তা বন্ধ করে দেয়া হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে মধ্য এশিয়ার দেশটির সঙ্গে ফের ফ্লাইট চালু হবে বলে জানান মন্ত্রী।
পর্যাপ্ত নিরাপত্তা ও সর্বোচ্চ পরিচ্ছন্নতার মাধ্যমে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করেছে তুরস্ক।
দেশটিতে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৬৩৫ জনে দাঁড়িয়েছে। আরোগ্য লাভ করেছে ২ লাখ ২৮ হাজার ৫৭ জন এবং মারা গেছে ৫ হাজার ৯১২ জন।