ব্রাজিলে সিনোভেকের টিকার চূড়ান্ত পরীক্ষা শুরু
ব্রাজিলে নয় হাজার স্বাস্থ্যকর্মীকে করোনাভেক টিকাটি দেওয়া হবে।
করোনা ঠেকাতে চীনের সিনোভেকের তৈরি টিকাটি গতকাল মঙ্গলবার ব্রাজিলে পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। সেখানে স্বেচ্ছাসেবীরা টিকাটির প্রথম ডোজ পেয়েছেন। মহামারি ঠেকাতে টিকাটি দৃশ্যপট বদলে দেবে বলে কর্মকর্তারা আশা করছেন।