Ultimate magazine theme for WordPress.

বিদেশগামীদের করোনাভাইরাস পরীক্ষা শুরু

0

রাজধানীর মহাখালীর ডিএনসিসি মার্কেটে স্থাপিত করোনাভাইরাস আইসোলেশন সেন্টারে স্বাস্থ্য অধিদপ্তর বিদেশগামী যাত্রীদের জন্য করোনা নমুনা পরীক্ষার কেন্দ্র স্থাপন করেছে।
প্রয়োজনীয় কার্যক্রম শেষে নমুনা দিতে আশিকুর রহমান নামের এক ব্যক্তির সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা।

আজ দুপুর ১২টার দিকে নমুনা পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় দেশের একটি দৈনিক পত্রিকার প্রতিবেদকের কথা হয় আশিকুর রহমানের সঙ্গে।
পুরো প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে আশিকুর বলেন, নিয়মকানুনগুলো ভালোই মনে হয়েছে। বাড়তি টাকা দেওয়ার কোনো সুযোগ নেই বা টাকা চাওয়ার কোনো সুযোগ নেই। তবে মোবাইল ব্যাংকিং সেবা নগদ অ্যাপসের মাধ্যমে টাকা দিতে হবে, এ বিষয়ে যদি আগে জানা থাকত, তাহলে আরও দ্রুত কোভিড পরীক্ষা করানো যেত।
পরীক্ষার পর জানা গেছে আগামীকাল ফলাফল জানানো হবে এবং সনদ পাওয়া যাবে।

জানা গেছে, করোনা পরীক্ষার জন্য সবার আইসোলেশন সেন্টারে ঢোকার সময় নিজের নাম, ঠিকানা, বয়স, পাসপোর্ট নম্বর মৌখিকভাবে জানাতে হয়েছে।
ভেতরে ঢুকে নগদ অ্যাপসের মাধ্যমে ফির ৩ হাজার ৫৩৯ টাকা জমা দিতে হয়েছে। টাকা জমা দেওয়ার রসিদ নিয়ে ফরম পূরণ করতে হয়েছে।
ফরমের ওপর রসিদ যুক্ত করে বুথে জমা দিয়ে কোভিডের নমুনা পরীক্ষা করাতে হয়েছে। তা ছাড়া আর কোনো সমস্যা হয়নি।
ডিএনসিসি মার্কেট ঘুরে দেখা গেছে, এখানকার করোনা পরীক্ষাকেন্দ্রে ১৭টি বুথ খোলা হয়েছে।
এর মধ্যে ১০টি বুথ থেকে বিদেশগামী যাত্রীদের কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।
নারীদের সুবিধার জন্য দুটি আলাদা বুথ রাখা হয়েছে। পাশাপাশি ৬০ বছর ও এর বেশি বয়সী যাত্রীদের জন্য একটি আলাদা বুথ সংরক্ষিত রয়েছে।

বেলা ১১টায় দেখা গেছে, ডিএনসিসি মার্কেটে এই পরীক্ষাকেন্দ্রে প্রায় ৭০ জন বিদেশগামী যাত্রী উপস্থিত ছিলেন।
তাঁদের মধ্যে বেশির ভাগই পুরো প্রক্রিয়ায় সন্তুষ্ট। অ্যাপসের মাধ্যমে টাকা জমা দেওয়ার কারণে অনেকে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন।
তা ছাড়া সকালের বৃষ্টির কারণে নগদের প্রতিনিধিরাও সময়মতো এখানে হাজির হতে পারেননি।

যুক্তরাষ্ট্রগামী এক যাত্রী নাদিরা সুলতানা বলেন, ‘২৩ জুলাই আমার ফ্লাইট। নিয়ম অনুযায়ী ৭২ ঘণ্টার মধ্যে নমুনা পরীক্ষা করিয়ে বিদেশে যেতে হবে। আশা করছি করোনা নেগেটিভ সনদই পাব। বাকিটা ভাগ্যের বিষয়। আর পরীক্ষা যেন যথাযথভাবে হয়, সেটিও আশা করছি। ভুল হলে খেসারত তো দিতেই হবে।
কিন্তু নগদ অ্যাপসে টাকা জমার বিষয়টি জানা থাকলে আরও স্বচ্ছন্দে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা করিয়ে ফিরতে পারতাম।’

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মহাখালী ডিএনসিসি মার্কেটে স্থাপিত এই কোভিড পরীক্ষাকেন্দ্রে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদেশগামী যাত্রীদের পরীক্ষা করানো হবে। নমুনা সংগ্রহের পরদিন পরীক্ষার ফলাফল সনদ প্রদান করা হবে।

সূত্রঃ দৈনিক প্রথম আলো

Leave A Reply

Your email address will not be published.

Translate »