মোঃ লিটন মাহমুদঃ
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহাবুব হোসেন বিপিএম (বার) পিপিএম (বার) (রাজনৈতিক) স্পেশাল ব্রাঞ্চ এর পক্ষ থেকে শুক্রবার সকালে মিরকাদিম পৌরসভার ৭ নং ওয়ার্ডের চন্দনতলা, উত্তর কাগজী পাড়া, দক্ষিন কাগজীপাড়া প্রায় ১০ হাজার মানুষের মাঝে ঔষুধ বিতরন করেন। বিশিষ্ট সমাজ সেবক মোঃ সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনা পরিচালনায় রোগ প্রতিরোগ ক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ স্ক্যাবো -৬ বিনামুল্যে বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কাগজীপাড়া পঞ্চায়ত কমিটির মোঃ শারজাহান মুন্সি, হাজী হোসেন সাহেব, হাজী উজ্জল , আব্দুল গণি, মোঃ নাজির হোসেন, হাজী আক্তার হোসেন, মোঃ কাজি সুজন, সার্বিক তত্ববধান মোঃ শামিম আশরাফ, মোঃ সেন্টু, মোঃ মনির, হাজী মোঃ তোফাজ্জল খান, হাজী আব্দুর রহিম খান, আঃ কাদির বেপারী, এনায়েত হোসেন মাদবর, মোঃ আশিকুর রহমান, মোঃ শ্যামল, মোঃ আবু সাঈদ প্রমূখ।